Friday 12 June 2015

ল্যাপটপ/নোটবুক নেব। তারআগে কয়েকটি বিষয় জেনেনিতে চাই [Solved]

Md Mohiuddin Mohin
Md Mohiuddin Mohin

বন্ধুরা আমি Md Mohiuddin Mohin আপনাদের সামনে বরাবরের মত আবারও হাজির হলাম

ল্যাপটপ/নোটবুক নেব। তার আগে
কয়েকটি বিষয় জেনে নিতে চাই। আশা
করি সবাই একটা ভাল সল্যুশন দেবেন।
1. ল্যাপটপ নেব না নোটবুক নেব? ভাল
হবে কোনটা?
2. একটা ল্যাপটপ/নোটবুক একটানা কত
ঘন্টা চালানো যায়? অনেককে
বলতে শুনেছি, একটানা ৪/৫ ঘন্টা
চালানোই নাকি অনেক রিস্কি!
আবার অনেকে বলে, একটানা ২৪ ঘন্টা
চালালেও নাকি কোনও সমস্যা
নেই! বিষয়টা পুরো কনফিউজ! এ
বিষয়টা নিয়ে একটু বিস্তারিত
জানতে চাই।
3. একটা নিদিষ্ট সময় পর নাকি ব্যাটারি
নষ্ট হয়ে যায়। কথাটা কি ঠিক? হলে
সেই সময়টা কখন?
4. যখন বিদুৎ দিয়ে ল্যাপটপ/নোটবুক
চালানো হয় তখন ব্যাটারির উপর কি
কোনও চাপ পড়ে? তখন ব্যাটারির
ভূমিকা আই মিন ব্যটারি কি তখনো
কাজ করে না ডিজেবল থাকে?
5. ভাল ব্যটারি চেনার উপায় কি? দাম
কত পড়বে?
6. ব্যবহৃত ল্যাপটপ/ নোটবুকের সেল কত,
ব্যাটারির বব্যাকআপ কতক্ষণ তা বুঝার
সহজ উপায় কি?
7. ক্যাসিং পাল্টানো যাবে?
সবনিম্ন দাম পড়বে কত?
Solution:
1. আপনার প্রয়োজনমত। বাইরে
দৌড়াদৌড়ি করলেই যে ল্যাপটপ
লাগবে এমন কথা নাই। আবার বাসায়
থাকলেই ডেস্কটপই কিনতে হবে তাও
নয়। আপনার যেটা সুবিধা সেটা
বিবেচনা করেন। তবে বিদ্যুতের
সমস্যা ভাবলে ল্যাপটপই ভাল। নোটবুকও
ল্যাপটপের চেয়ে বেশীক্ষণ চলে।
তবে তার ক্ষমতা খুবই কম হয় ল্যাপটপের
তুলনায়।
2. কোন নির্দিষ্ট নিয়ম নাই। ডিভাইস
বানানো হয়েছে যেন সবসময়
চালানো যায়। ঔরকম বাধা নিয়ম নাই।
আর ডিভাইস চালাতে চালাতে গরম
হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে
যায়। নিয়মিত পরিষ্কার রাখলে
সারা মাস টানা চালায়ে রাখেন,
কিছু হবেনা।
3. সবকিছুরই সাইকেল আছে। ব্যাটারীও
একটা সময় পরে চার্জ নেওয়ার ক্ষমতা
হারিয়ে ফেলে। বাংলাদেশের
তাপমাত্রা, বাতাসের আদ্রতা এরকম
অনেক কিছুর ওপর নির্ভর করে ১ বছর পর
থেকেই সমস্যা হতে পারে। ক্ষেত্র
বিশেষে ২-৩ বছর পরও হতে পারে,
আবার ৭-৮ মাসও হতে পারে।
4. না, তখন ব্যাটারী সম্পূর্ণ অফ থাকে।
বছরখানেক আগে হতে যেসব ল্যাপটপ
তৈরী হয়েছে, সেগুলোয় ব্যটারী
ডিজেবল থাকে। তবে বহুদিন
ব্যাটারী ব্যবহার না করলে চার্জ
নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাই
সবসময় চার্জার দিয়ে চালালেও
ব্যটারী নষ্ট হতে পারে।
5. দোকানদারের সততার ওপর নির্ভর
করছে। দাম তিন হাজার থেকে দশ-
বারো হাজার দাম হবে চায়না অথবা
আসল এবং ৬/৯ সেল ব্যাটারীর জন্য।
6. তেমন উপায় নেই। সবচেয়ে সহজ উপায়
হল পিসি চালু করে দেখা, নতুন
ব্যটারী হলে ফুল চার্জে ১০০%
লেভেল দেখাবে। ঘন্টাখানেক
চালিয়ে যদি লেভেল ধীরে অর্থাৎ
৯৫, ৯০ এভাবে কমে তাহলে ব্যটারী
ঠিক আছে। নষ্ট ব্যটারী সাধারণত
কখনো ১০০% লেভেল দেখায়না এবং
কিছুক্ষণ চালানোর পর লেভেল ধুপ করে
২০-৩০% এ নেমে আসে।
7. কেসিং ওভাবে বিক্রি হয় না।
কেসিং পাওয়া গেলেও দাম শুনে
কিনতে মন চাইবেনা। আর ল্যাপটপের
কেসিং ভালই শক্ত হয়। আছাড় দিয়ে
মারা ছাড়া ভাঙেনা তেমন। তাই
আপনাকে একটু যত্ন করে চালাতে হবে।
তবে অনেক দোকানে নষ্ট ল্যাপটপের
কেসিং থাকতে হবে। আমি
আইডিবিতে ডেল এর একটি ল্যাপটপ
নিয়ে গিয়েছিলাম। সেটির
কেসিং তারা দিতে পারে নাই।
আইডিবিতে আমার চোখে এখন পর্যন্ত
কোন ল্যাপটপের কেসিং পড়ে নাই।
কেনার সময় জিজ্ঞাসা করে নিয়েন
কেসিং সম্পর্কে।
Collected post 

Thursday 11 June 2015

নিজস্ব ইমেইল ঠিকানা ছাড়ায় মেইল করা

যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের
প্রায় সকলেরই ইমেইল ঠিকানা
রয়েছে। তারপরেও যাদের নিজস্ব
কোন ইমেইল নেই বা বিশেষ কারণে
ইমেইল খুলতে চাচ্ছেন না বা যাকে
ইমেইল করবেন তাকে আপনার ইমেইল
ঠিকানা দিতে চাচ্ছেন না
এক্ষেত্রে আপনি ইমেইল না খুলেও
ওয়েব সাইট থেকেও দ্রুত অন্যকে ইমেইল
করতে পারবেন। এজন্য
www.note2email.com সাইটে ঢুকে ফরমের
Email Address এ প্রাপকের ইমেইল
ঠিকানা, Title এ ইমেইলের বিষয়, Note এ
মূল মেইল লিখে নিচের যেকোন একটি
লগো নির্বাচন করে send it বাটনে
ক্লিক করুন তাহলে সরাসরি প্রাপকের
কাছে ইমেইল যাবে। এক্ষেত্রে প্রাপক
এর কাছে প্রেরক হিসাবে
note@note2email.com ঠিকানা
দেখাবে। এছাড়াও এখানে নির্দিষ্ট
কী ব্যবহার করে মেইল Encrypt করে
পাঠানোর সুবিধা রয়েছে।

পাসওয়ার্ড দেখার সফটওয়্যার

বিভিন্ন সফটওয়্যারে বা অনলাইনে
আমরা যে পাসওয়ার্ড দিয়ে থাকি তা
স্টার (*) বা ● হিসাবে দেখা যায়।
ফলে আপনার টাইপ করা পাসওয়ার্ডের
লেখা (টেক্সট) দেখা যায় না। কোন
কারণে আপনি যদি পাসওয়ার্ড দেখতে
চান তাহলে পাসওয়ার্ড ভিউয়ার
সফটওয়্যারের সাহায্যে দেখতে
পারেন। ১১৩ কিলোবাইটের
ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://
www.itsamples.com/software/pwv.html
সাইট থেকে ডাউনলোড করা যাবে।
এবার জিপ ফাইলটি আনজিপ করে
PwViewer রান করে হাতের উপরে মাউস
ধরে উপরের টারগেটটি যেকোন
পাসওয়ার্ডের উপরে নিয়ে গেলে
পাসওয়ার্ডির লেখা (টেক্সট)
দেখাবে।

দ্রুতগতির ফ্রি পিডিএফ রিডার

পিডিএফ(PDF) একটি জনপ্রিয় এবং
প্রয়োজনীয় ফাইল ফরমেট । পিডিএফ ফাইল
ওপেন করার জন্য আমরা সাধারনত Adobe
Acrobat
Reader ব্যবহার করে থাকি । Acrobat Reader
পিসিতে অনেক জায়গা নেয় এবং
পিডিএফ ফাইল খুলতে অনেক সময় লাগে । এ
সমস্যা
এড়াতে www.foxitsoftware.com ওয়েব সাইট
থেকে Foxit Reader সফটওয়্যারটি ফ্রি
ডাউনলোড করে নিন । এটি আকারে খুব ছোট
এবং
ইন্সটল হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে
। পিডিএফ ফাইল খোলা যায় খুব দ্রুত । তাই
দেরি না করে এখনই ডাউনলোড করে নিন এই
ফ্রি

ইউটিউব থেকে উচ্চমানের ভিডিও ডাউনলোড করুন

ভিডিও শেয়ারিং সাইটগুলো এখন
বেশ জনপ্রিয়। এর মধ্যে গুগলের ইউটিউব
থেকে ভিডিও আপলোড এবং
ডাউনলোড হয় সবচেয়ে বেশী। কিন্তু
অনলাইনের এই সব ভিডিওগুলো ফ্লাশ
বেসড হওয়াতে এগুলোর বেজুলেশন
বেশী থাকে না ফলে পর্দাজুড়ে
দেখলে ভাল দেখায় না। আবার অন্য
ফরম্যাটে কনভার্ট করলেও একই অবস্থা
থাকে। সাধারণত ইউটিউব থেকে যে
ভিডিওগুলো ডাউনলোড করি সেগুলো
320×240 রেজুলেশনের হয়ে থাকে।
কিন্তু আপনি নতুন ভিডিও ডাউনলোড
করতে চান তাহলে তা আরো উচ্চ
রেজুলেশনে ডাউনলোড করতে
পারেন। আপনি যদি http://youtube.com/
watch?v=E2s14T6×5AM ঠিকানার
ভিডিও ডাউনলোড করেন তাহলে তা
320×240 রেজুলেশনে ডাউনলোড হবে।
আর উপরোক্ত ভিডিওএর ঠিকানার
শেষে &fmt=6 যুক্ত করে ডাউনলোড
করলে তা 448×336 রেজুলেশনে
ডাউনলোড হবে। আর যদি শেষে
&fmt=18 যুক্ত করে ডাউনলোড করলে তা
480×360 রেজুলেশনে ডাউনলোড হবে।
উচ্চ রেজুলেশনে ভিডিও ডাউনলোড
পুরাতন ভিডিওর ক্ষেত্রে নাও হতে
পারে তবে নতুন আপলোড করা ভিডিও
এভাবে উচ্চ রেজুলেশন ডাউনলোড
হবে।

নিরাপদে রাখুন আপনার পি,সি

Console root এর মাধ্যমে আপনার
কম্পিউটারকে আপনি অনেক বেশী রকম
নিরাপদ করতে পারেন।যেমন সিডি রম
ব্যবহার করতে না দেওয়া,সফটওয়্যার
সেট্ আপ করতে না দেওয়া বা control
panel দেখতে না দেওয়া।এ রকম অনেক
কিছুই করা সম্ভব।প্রথমে রান অপসনে
আসুন (winkey+R অথবা start>Run)এবার
“mmc” টাইপ করে ok করুন। Console1 নামে
একটি উইন্ডো আসবে, এইবার ফাইল
অপসনে click করে “add/removed snap in..”
এ click করতেই তা খুলবে এবার এড্
বোটামে কিলিক করুন। নতুন একটি
উইন্ডো আসবে ,যাতে অনেক অপসন্
দেওয়া আছে এবার চলে আসুন “Group
Policy Object Editor” এ দুইবার ক্লিক করে
বা এড বোতামে click করে ফিনিস্
করুন।“add standalone Snap-in” উইন্ডো টি
বন্ধ করুন এবং “add/remove Snap-in” ok
করতেই আপনার Console Root এ “Local
computer policy” দেখা যাবে যাতে
আছে “computer configuration” আর “User
configuration” আপনি “User configuration”
click করে “administrative Templates” চলে
আসুন,এখানে ৭টা অপসন্ দেখতে পাবেন
।এবার আপনার পরিকল্পনা অনুযায়ী
ফোল্ডারে click করুন। যেমন, আমি পছন্দ
করলাম control Panel এর add or remove
programs, বামে setting তা icon দেখা
যাচ্ছে। এবার setting এর পছন্দের
অপসনের icon এ ডবল ক্লিক করলেই পেয়ে
যাবেন setting properties যেখানে
থাকবে তিনটি অপসন্ 1. Not configured,
2.Enabled, 3. Disabled এবার আপনার
পছন্দের অপসনে ক্লিক করে ok করুন। এরপর
“Console1” উইন্ডো টি save “ না” করে
বের হয়ে আসুন। আর হ্যাঁ, setting properties
এ ok করার আগে “Explain”টা পড়ে নিন।

অনলাইনে রেফারেন্স বই

একটা সময় ছিল ছাত্রছাত্রীরা কোনো
রেফারেন্স বইয়ের সন্ধানে এক
লাইব্রেরী থেকে আরেকক
লাইব্রেরীতে ছুটে বেড়াতে হতো।
এতে সময় ও অর্থের অপচয় হতো। কিন্ত
প্রযুক্তির কল্যাণে আজ সেই অবস্থা
অনেকখানি পাল্টে গেছে। এখন
ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর
যেকোনো প্রান্তে থাকা একটি
রেফারেন্স বই আপনি পেয়ে যাবেন
(যদি আপনার প্রয়োজনীয় রেফারেন্স
বইটির অনলাইন সংস্করণ থাকে) সহজেই।
কাগজে মুদ্রিত রেফারেন্স বইয়ের
চেয়ে অনলাইন রেফারেন্স বইয়ের দুটি
সুবিধা বেশি। এক, অনলাইন রেফারন্স
বই নিয়মিত আপডেট করা হয়। দুই, মুদ্রিত
বইয়ে শুধু লেখা আর ছবি ছাপা থাকে,
অন্যদিকে অনলাইন রেফারেন্স বইয়ে
ভিডিও এবং অডিও যুক্ত থাকে।
এনসাইক্লোপেডিয়া : বর্তমানে
বাজারে বেশ কিছু
এনসাইক্লোপেডিয়া ডিভিডি ও
সিডিতে পাওয়া যায়। কিন্ত এর
সীমাবদ্ধতার কারণে অনলাইন
সংস্করণগুলোই বেশি জনপ্রিয়।
কিছু এনসাইক্লোপেডিয়ার ওয়েব
ঠিকানা নিচে দেওয়া হলো :
www.encarta.com
www.britannica.com
www.comptons.com
www.encyberpedia.com
www.funkandwagnalls.com
www.encyclopedia.com
কিছু অনলাইন অভিধান ঠিকানা :
www.m-w.com
www.cup.com.ac.uk/eld/dictionary
www.onelook.com
www.natom.uo/inhcholm/altlang